পেঁয়াজের দাম এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। বর্তমানে বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ১৩০ থেকে ১৪০ টাকা। এক সপ্তাহ আগেও ১১০ থেকে ১২০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হতো।
ইন্ডিয়ান পেঁয়াজের দাম বেড়ে যাওয়া বাংলাদেশের বাজারে দাম বেড়েছে বলে বলছে কোন কোন ব্যবসায়ী। কেউ আবার বলছে বাজারে পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে।
গত সপ্তাহের মাঝামাঝি থেকে পেঁয়াজের দাম বাড়া শুরু করেছে বলে জানিয়েছেন মালিবাগ কাঁচাবাজারের এক ব্যবসায়ী। বৃষ্টিতে পেঁয়াজ আসছে না বাজারে তাই দাম বেড়েছে বলে তার দাবি।
শ্যামবাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, শীতের আগে বাজারে পেঁয়াজ কম থাকে বলে দাম বেড়ে যায়। ভারতীয় পেঁয়াজের দামও কেজিপ্রতি ৫ থেকে ৭ টাকা বেড়েছে সঙ্কটের কারণে।