এবার অব্যবহৃত সিমের মেয়াদ বাড়ানো যাবে। সম্প্রতি টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এমন এক উদ্যোগ নিয়েছে। জানা গেছে খুব শিগগিরই এই নিয়ম কার্যকর হবে।
আগে একটি অব্যবহৃত সিম রিসাইক্লিং করতে সময় লাগতো ৪৮০ দিন। এই সময়ের পরে সিমটি স্বয়ংক্রিয়ভাবেই নিস্ক্রিয় হয়ে যেতো।
তবে বর্তমানের সিমের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও তা সচল রাখা যাবে। এর জন্য গুণতে হবে বাড়তি টাকা। ২ বছর কোন অব্যবহৃত সিম সচল রাখতে দিতে হবে ৩০০ টাকা, সঙ্গে ট্যাক্স।
যদি কেউ কোন ৩ বছরের জন্য নবায়ন করতে চায় সেক্ষেত্রে দিতে হবে ৪৭৫ টাকা। তবে মেয়াদ বৃদ্ধির জন্য মোবাইল অপারেটরদের ডেটা ও কলের জন্য কোন প্রকার অফার দিতে বারণ করেছে বিটিআরসি।