ডলারের দাম কত? কতটাই বেড়েছে বা কমেছে এ নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ খুব বেশি না হলেও ডলারের সাথে সংশ্লিষ্টদের উদ্বেগর অনেক কারণ রয়েছে। ডলারের দাম বাড়লে বা কমলে কার লাভ, কার ক্ষতি আপনি জানেন কি? তবে জেনে রাখুন আজকের দিনে ডলারের দাম বেড়ে দাঁড়িয়েছে ১১৮ টাকায়।
ডলারের দামের সাথে ব্যবসায়ীদের সম্পর্ক সবচেয়ে বেশি। শুধু এক্সপোর্ট/ইমপোর্ট ব্যবসায়ীই নয়, সাধারণ ব্যবসায়ীদেরও সম্পর্ক রয়েছে। পরোক্ষভাবে সাধারণ মানুষ, ভোক্তার বা ক্রেতাদেরও সম্পর্ক রয়েছে তবে আমরা তা সহজেই টের পাই না। বাজারে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেলেই কেবল আমাদের টনক নড়ে।
কার্ব মার্কেটে ডলারের সঙ্কট বেড়েছে অনেক। সে তুলনায় বাণিজ্যিক ব্যাংকগুলোতে নগদ ডলারের মূল্য বৃদ্ধি পেয়েছে। বাণিজ্যিক ব্যাংকগুলোতে প্রতি ডলার বিক্রি হচ্ছে ১১০-১১২ টাকা দরে। বেশির ভাগ ব্যাংকেই নগদ ডলারের সঙ্কট প্রকট তাই তারা ডলার বিক্রি করতে পারছে না।
এর প্রভাবে কার্ব মার্কেটে ডলার সঙ্কট ক্রমেই বাড়ছে। তাই লাগামহীন দরে ডলার বিক্রি করছে খোলা বাজারের বিক্রেতারা।
ডলারের দাম বাড়ে কেন?
মার্কিন ডলার পৃথিবীর অন্যতম এবং প্রধান আন্তর্জাতিক মুদ্রা। আন্তর্জাতিক যত লেনদেন হয় তার বেশিরভাগই ডলারের বিনিময়ে হয়। ডলারের পরপরই স্থান দখল করে আছে ইউরো। ডলার বিভিন্ন দেশের মুদ্রা হিসেবে ব্যবহৃত হলেও আন্তর্জাতিক লেনদেন হয় মূলত মার্কিন ডলারের। মার্কিন ডলার মূলত আমেরিকার রাষ্ট্রীয় মুদ্রা।
সবচেয়ে বড় প্রশ্ন হলো ডলারের দাম বাড়ে কেন এবং কিভাবে বাড়ে? আন্তর্জাতিক বাজারে ৬৪% লেনদেনে ব্যবহার করা হয় মার্কিন ডলার এবং ২০% ব্যবহার করা হয় ইউরো। ৮৫ শতাংশ অপরিশোধিত তেলের বাণিজ্য হয় ডলারের বিনিময়ে। আন্তর্জাতিক যত ঋণ অনুমোদন করা হয় তার ৪০% হয়ে থাকে ডলারের মাধ্যমে।
অর্থনীতির নীতি হলো বাজারে যদি চাহিদার তুলনায় পণ্য বা সেবার যোগান কম থাকে তখন পণ্যের বা সেবার দাম বৃদ্ধি পায়। তখনই আমাদের কম দামের পণ্য বেশি দামে কিনতে হয়। এ অবস্থায় আমরা ১ ডলারের পণ্য আগে কিনতাম ৮০ টাকায় দিয়ে আর বর্তমানে কিনছি ১১৮ টাকা দিয়ে। এভাবেই ডলারের দাম বাড়ে এবং কমে।