অনিন্দ্য অনিকেত
রক্তচোখে আগুন মেখে লাভ কী হবে ?
আমার যখন ঠিকানা নাই।
জমাট বাঁধা ক্ষোভের বারুদ ফুলকি হয়ে উড়ে যদি
লাভ কী তাতে, কোন লাভ নাই।
আমি শুধু ভাবতে পারি, নামতে পারি
অনেক নিচে, পাতালপুরে
আমায় যারা বেচে খাচ্ছে, কিনে খাচ্ছে
ঘুরতে পারি তাদের সারা জগত জুড়ে।
মুখোশ পরে ঘুরছে যারা, কে বা তারা
কেউ জানে কী, কেউ জানে না
তারা নাকি দেশপ্রেমিক
কেউ মানে তো কেউ মানে না।
কব্জিজুড়ে শক্তি আছে লিখতে পারি
কেউ দেখে তো কেউ দেখে না
গণজোয়ারে বাঁধ ভাঙ্গলে
ঠাঁই পাবে তো কূল পাবে না।
বজ্রানলে উড়বে যে দিন
সর্বনাশের কল
মায়ের বুকে ফিরবে তবেই
সোনা মানিক ধন
৯ জানুয়ারি ২০১৭
বোর্ডবাজার, গাজীপুর