রামসার স্থান একটি আন্দোলন। জীববৈচিত্র রক্ষায় বিশ্বজুড়ে আন্দোলনের পর ইরানের রামসারে এ বিষয়ে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তি রামসার কনভেনশন নামে পরিচিত।
রামসার স্থান এবং বাংলাদেশ
১৯৭১ সাল থেকে রামসার স্থানের জন্য বিশ্বব্যাপী আন্দোলন হলেও তা কার্যকর হয় ১৯৭৪ সাল থেকে। বাংলাদেশ এ চুক্তিতে স্বাক্ষর করে ১৯৯২ সালে। যেহেতু বাংলাদেশ নদীমাতৃক দেশ এবং এ দেশে খাল, বিল হাওরের সংখ্যা অনেক বেশি তাই এগুলো সুরক্ষা খুবই জরুরী। সুন্দর, টাঙ্গুয়ার হাওর, হাকালুকি হাওর, চলনবিলের মতো জলাভূমিগুলো বাংলাদেশের প্রাকৃতি বৈচিত্র যেমন বাড়িয়েছে অপরদিকে অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ পর্যন্ত বাংলাদেশের সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর এবং হাকালুকি হাওর তালিকাভূক্ত হয়েছে।