ফ্রি সিনেমা দেখতে কার না মন চায়? মন চাইলেও সবকিছু কি করা যায়? সবাই কি তা পারেন? ইন্টারনেটের দুনিয়ায় ভাসছে জগত। বর্তমানে ঘরে ঘরে প্রযুক্তির ছড়াছড়ি। হাতে হাতে প্রযুক্তি। নানা রকমের প্রযুক্তি, নানা মাত্রার প্রযুক্তি। সিনেমা দেখার জন্য সিনেমা হলে ভিড় এখন আর চোখে পড়ে না। হাতে থাকা স্মার্টফোন, ল্যাপটপ, ডেস্কটপ সবকিছুতেই ইন্টারনেট আর ইন্টারনেট মানেই ফ্রি সিনেমা।
ইন্টারনেটে কিভাবে ফ্রি সিনেমা দেখা যায়?
ইন্টারনেটে অনেকভাবেই সিনেমা দেখা যায়। সবচেয়ে জনপ্রিয় প্লাটফর্ম হলো ইউটিউব। ইউটিউবে খুব সহজেই আপনি দেখতে পারেন যে কোন দেশের, যে কোন ভাষার সিনেমা। সাবটাইটেলসহ দেখতে পারেন, সাবটাইটেল ছাড়াও দেখতে পারেন। দেখতে পারবেন 4k সহ যে কোন কোয়ালিটির ছবি। থ্রিডি সিনেমাতো রয়েছেই। ইউটিউব ছাড়াও অনলাইনে রয়েছে আরও অনেক মাধ্যম যেভাবে আপনি দেখতে পারেন আপনার পছন্দের সিনেমা। ইউটিউব, ডেইলি মোশন, নেটফ্লিক্সের মতো সব প্লাটফর্ম স্মার্টফোনেও রয়েছে তবে স্মার্টফোনের রয়েছে বাড়তি সুবিধা। অনেক অ্যাপস আছে যা ডাউনলোড করে ফোনে ইনস্টল করলে সহজেই দেখতে পাবেন আপনার পছন্দের সিনেমা। চলুন জেনে নিই কি কি অ্যাপস আপনাকে ফ্রি সিনেমা দেখার সুযোগ দেবে। তবে মনে রাখতে হবে সব অ্যাপস কিন্তু ফ্রি সিনেমা দেখার সুযোগ দেয় না। কিছু অ্যাপস পেইড, তাদের মাধ্যমে দেখতে হলে আপনাকে গুণতে সাবস্ক্রিপশন ফি। আবার কোন কোন অ্যাপসের ক্ষেত্রে প্রথম মাস ফ্রি তারপর থেকে সাবস্ক্রাইব করতে হবে। তবে কোন অ্যাপসের কিছু কিছু কনটেন্ট সবসময়ের জন্য একদমই ফ্রি।
বায়েস্কোপ
বায়োস্কোপ বাংলাদেশের বহুল ব্যবহৃত টেলিকম অপারেটর গ্রামীণফোনের একটি ভিডিও স্ট্রিমিং সার্ভিস। এই অ্যাপের মাধ্যমে দেখা যাবে খেলা, নাটক, চলচ্চিত্র ও বিভিন্ন টিভি শো। বাংলাদেশ ও ভারতের মোট ৩৫ টি টিভি চ্যানেলের লাইভও দেখা যাবে বায়োস্কোপে। তবে হাই কোয়ালিটি (High Quality) ভিডিও দেখতে হলে অবশ্যই থাকতে হবে দ্রুত গতির ইন্টারনেট (High Speed Internet).
বায়োস্কোপের একটি বিশেষ সুবিধা হলো এখান থেকেই ফ্রি সিনেমা দেখার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন অনুষ্ঠান বন্ধুদের শেয়ার ও ইনবক্স করতে পারবেন। অ্যাপ ছাড়াও স্মার্ট
টিভি কিংবা ওয়েবেও আপনি বায়োস্কোপ উপভোগ করতে পারবেন।
আইফ্লিক্স
টেলিকম অপারেটর রবি ও এয়ারটেলের স্ট্রিমিং সেবা হলো ‘আইফ্লিক্স’। এক্সক্লুসিভ শো, টিভি সিরিজ, ফ্রি সিনেমাসহ শিশুতোষ অনুষ্ঠানও দেখতে পারবেন আইফ্লিক্সে। ক্যাটারিভিত্তিক অনুষ্ঠান দেখতে আইফ্লিক্সের জুড়ি নেই। ফ্রি সিনেমা দেখা ও ডাউনলোড করা দুটো সুবিধাই আপনি পেয়ে যাবেন আইফ্লিক্সে। শুধু তাই নয় আপনি আপনার পছন্দমতো অনুষ্ঠানগুলো সাজিয়ে নিজের মতো একটি প্লেলিস্ট (Playlist) তৈরি করতে পাবেন। আইফ্লিক্সে একাউন্ট খুলতে হলে লাগবে ফেসবুক কিংবা জিমেইল আইডি।
সবচেয়ে বড় অপ্রিয় সত্য হলো আপনি অ্যাপটি ডাউনলোড করার পর প্রথম একমাস ফ্রি সিনেমা দেখতে পারবেন, ডাউনলোডও করতে পারবেন। তবে দ্বিতীয় মাস থেকে আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব কতে হবে। সাবস্ক্রিপশন ফি হিসেবে আইফ্লিক্স আপনাকে প্রতিমাসে ১০০ টাকা চার্জ করবে। সাবস্ক্রাইব করার জন্য আপনি আপনার নিজের মোবাইল ব্যালেন্স ব্যবহার করতে পারবেন। চাইলে ভিসা ও মাস্টারকার্ড ব্যবহার করেও সাবস্ক্রাইব করতে পারবেন।
বাংলাফ্লিক্স
বাংলালিংকের ভিডিও স্ট্রিমিং সেবা হলো বাংলাফ্লিক্স। পুরনো দিনের সিনেমার বিশাল সংগ্রহ পাবেন বাংলাফ্লিক্সে। এছাড়াও বাংলা নাটক, মিউজিক ভিডিও এবং ফ্যাশন নিয়েও বিভিন্ন কনটেন্ট পাওয়া যাবে এই অ্যাপসে। বাংলাফ্লিক্স ও আইফ্লিক্সের সুবিধা প্রায় একই রকম। এখানেও প্রথম মাসে আপনি ফ্রি সিনেমা দেখতে পারবেন। আইফ্লিক্সের চেয়ে বাংলাফ্লিক্সের বিশেষ সুবিধা হলো এখানে দ্বিতীয় মাস থেকে একদিনের জন্যও আপনি সাবস্ক্রাইব করতে পারবেন সেক্ষেত্রে চার্জ পড়বে ২.৪৪ টাকা এবং এক মাসের জন্য ৩৬.৫২ টাকা যা আইফ্লিক্সে ১০০ টাকা।
হৈচৈ
হৈচৈ ভারতের একটি ভিডিও স্ট্রিমিং সেবা। সম্প্রতি বাংলাদেশে জনপ্রিয় হওয়া এই অ্যাপটিও আপনি ফ্রি সিনেমা দেখার জন্য ইনস্টল করতে পারেন। বিভিন্ন ওয়েব সিরিজের জন্য বিখ্যাত হৈচৈ। এখানে আপনি সরাসরি লাইভও দেখতে পারবেন আবার ডাউনলোড করে অফলাইনেও দেখতে পারবেন। তবে ডাউনলোড করতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। হৈচৈ এর বিশেষ সুবিধা হলো এখানে কিছু কনটেন্ট আপনি সবসময়ই ফ্রি দেখতে পারবেন। হৈচৈ এর মাসিক সাবস্ক্রিপশন ফি ১.৪৯ মার্কিন ডলার এবং বার্ষিক ৯.৯৯ ডলার।
নেটফ্লিক্স
বিশ্বের ২০০টিরও বেশি দেশে জনপ্রিয় অনলাইন ভিডিও স্ট্রিমিং সার্ভিস হলো নেটফ্লিক্স। বাংলাদেশে ২০১৬ সালে এ সেবাটি মুক্ত করা হয়। এখানে আপনি দেখতে পাবেন বিভিন্ন ওয়েব সিরিজ এবং বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার সিনেমা। ফ্রি সিনেমা দেখার জন্য এই অ্যাপটিও আপনি আপনার স্মার্টফোনে ডাউনলোড করতে পারেন। নেটফ্লিক্স খুব বেশি জনপ্রিয় হওয়ায় এর সেবা বিনামূল্যে পাওয়া যাবে না। ফ্রি সিনেমা এই অ্যাপটিতে দেখা না গেলেও এখানে আপনি এক্সক্লুসিভ ভিডিও এবং অনেকগুলো টিভি চ্যানেল দেখতে পারবেন।