জিন্স প্যান্টের ছোট পকেট কী কাজে লাগে?

জিন্স প্যান্ট কার না পছন্দ? নারী, পুরুষ, শিশু, বয়স্ক সবারই প্যান্ট মানেই জিন্স প্যান্ট। এক কথায় বলতে গেলে জিন্স প্যান্ট সবার কাছে জনপ্রিয়। এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে যারা জিন্স প্যান্ট পড়তে পছন্দ করেন না। তবে জিন্স প্যান্টের ছোট্ট পকেট সম্পর্কে জানেন এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল।

অন্য সাধারণ প্যান্টের মতো জিন্স প্যান্টে সামনে এবং পেছনে মোট চারটি পকেট রয়েছে। এছাড়াও সামনের ডান পকেটের উপর আরও একটি ছোট পকেট রয়েছে। বড় চারটি পকেট বিভিন্নভাবেই আমাদের কাজে লাগে কিন্তু জিন্স প্যান্টের ছোট পকেটটি কেন দরকার? আপনি জানেন কি?

আধুনিক প্যান্টগুলোতে অনেক নতুন নতুন ডিজাইন এবং স্টাইল ব্যবহার হচ্ছে তবুও জিন্স প্যান্টের ছোট এই পকেটটি বাদ যাচ্ছে না। আগের দিনের কথা বলাই বাহুল্য, তখন সব প্যান্টেই এই পকেটটি থাকতো। আসলে বর্তমানে জিন্স প্যান্টের ছোট পকেটের বিশেষ কোন ব্যবহার না থাকলেও এটি দেয়া হয়েই থাকে।

তবুও বর্তমানে এই পকেট প্রায় বিলুপ্ত হবার পথে। উন্নত প্রযুক্তির কারণে আমাদের সবকিছুই এখন অনেক সহজ হয়ে গেছে। আগে মানুষকে সময় দেখার জন্য ঘড়ি ব্যবহার করতে হতো। আমরা আধুনিক সময়ে খুব সহজেই মোবাইল স্ক্রিণে ঘড়ি দেখে নিতে পারি। তাই মোবাইল রাখার জন্য আমরা স্বাভাবিক পকেটটি ব্যবহার করতে পারি।

যখন মোবাইল ছিলো না তখন মানুষকে ঘড়িতে সময় দেখার কোন বিকল্প ছিলো না। আর ঘড়ি রাখাটা তখন ছিলো খুব মুশকিলের ব্যাপার। জিন্সের যখন জন্ম তখন ১৮০০ সাল। তখন সময় দেখার জন্য পশ্চিমের কাউবয়রা চেইনঘড়ি ব্যবহার করতো।

মুশকিলের ব্যাপার হলো তারা যখন খেলাধুলা করতো, দৌড়ঝাপ করতো তখন তাদের চেইনঘড়ি কিছু দিন পর পরই ভেঙ্গে যেতো। তাদের ঘড়িকে সুরক্ষিত রাখতে এমন একটি ছোট পকেটের চিন্তা করেন উদ্ভাবকরা।

১৮৭৯ সালে লিভাইসের প্যান্টে প্রথম এ পকেট যুক্ত করা হয়। বর্তমানে আমরা কেউ চেইনঘড়ি ব্যবহার করছি না বিধায় জিন্স প্যান্টের ছোট পকেটটির গুরুত্ব আমাদের কাছে একেবারেই কম। এর ইতিহাসও আমরা জানি না।

তবু চাবি রাখা, সিম, মেমোরি ইত্যাদির মতো ছোট ছোট এবং গুরুত্বপূর্ণ জিনিস রাখতে আমরা পকেটটি ব্যবহার করি কেউ কেউ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *