টাকা দিতে না পারায় স্যোশাল ইসলামী ব্যাংক ঘেরাও

স্যোশাল ইসলামী ব্যাংক ঘেরাও করে দালাবদ্ধ করলো গ্রাহকরা। মঙ্গলবার (২২ অক্টোবর) চাঁদপুর শহরে এমন ঘটনা ঘটেছে। পরিস্থিতি অস্বাভাবিক হওয়ায় পুলিশ মোতায়েন করে প্রশাসন।

এ দিন সকালে চাঁদপুর শহরের ফয়সাল শপিং কমপ্লেক্স ভবনে ব্যাংকের শাখায় টাকার জন্য জড়ো হতে থাকে গ্রাহকরা। অনেক গ্রাহক জড়ো হলেও ব্যাংক কর্তৃপক্ষ লেনদেন বন্ধ রাখলে প্রবেশ গেটে তালা লাগিয়ে দেন গ্রাহকরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গ্রাহকদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আরও দেখুন

গার্মেন্টস শিল্পে ক্ষতি হলো প্রায় ৪০০ মিলিয়ন ডলার
দুর্নীতির অভিযোগে ১২ বিচারপতি বাদ, ৫৪ বেঞ্চ পুর্নগঠন
২৫২ এসআইকে রাজনৈতিক কারণে নয় শৃঙ্খলাভঙ্গের দায়ে অব্যহতি দেয়া হয়েছে

চাঁদপুরে স্যোশাল ইসলামী ব্যাংকের গ্রাহকের সংখ্যা ২২ হাজার। তবে বর্তমানে দৈনিক ১০০ গ্রাহককেও টাকা দিতে পারছে না ব্যাংকটি। জেলার বিভিন্ন শাখায় টাকার সঙ্কট থাকায় চাহিদা অনুযায়ী টাকা পাচ্ছেন না গ্রাহকরা। সেকারণে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন তারা।

সরকার পতনের পর ঢিমেতালে শুরু হয়ে ব্যাংকটির লেনদেন। ব্যাংক ম্যানেজার সাংবাদিকদের জানান, সেদিন গ্রাহকদের চাহিদামতো টাকা দিতে পারিনি তাই আজ লেনদেন বন্ধ রেখেছি। লেনদেন বন্ধ রাখায় গ্রাহকরা ক্ষিপ্ত হয়ে গেটে তালা মেরে দেয়।

পরে প্রধান কার্যালয়ে কথা বলে ২০ লাখ টাকার ব্যবস্থা করেন। প্রতি গ্রাহকদের ১০-২০ হাজার টাকা করে দেয়া যাবে বলে তিনি আশ্বস্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *