সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে ড. ইউনূসকে আহ্বান আরএসএফ এর

গণতন্ত্রের পুনরুদ্ধার ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার (আরএসএফ)। তাদের দাবি সাংবাদিকদের বিরুদ্ধে ভিত্তিহীন আইনি মামলা প্রত্যাহার করে সাংবাদিকদের স্বাধীনতা দিতে হবে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র আন্দোলনের তোপের ‍মুখে পদত্যাগ করেছেন। বর্তমান অর্ন্তবর্তী সরকার বাংলাদেশে স্থায়ী সরকার গঠনের আগে রাষ্ট্র সংস্কার করছেন।

দেশে আবারও যেন স্বৈরাচার সরকার ফিরে না আসে, সেকারণে টেকসই গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা দিতে ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান সংস্থাটির।

উল্লেখ্য, ২০২৪ সালে স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে সংবাদ সংগ্রহে নিয়োজিত থাকা ২৫০ সংবাদকর্মী আহত হয়েছিলো, নিহত হয়েছেন ৫জন সাংবাদিক। এ সময় স্বাধীন সংবাদ প্রকাশে সরকারি বিধি নিষেধের মুখে বাংলাদেশের গণমাধ্যম স্থবির হয়ে পড়েছিলো। আরএসএফ এর র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশে ছিলো তালিকার শীর্ষে।

সাইবার হয়রানি, সামরিক গোয়েন্দাদের অপতৎপরতা ও পুলিশ-মিলিশিয়াদের সহিংসতা, গুম, খুনের প্রভাব গণমাধ্যমেও ছিলো ব্যাপক। সরকারের নির্দেশনা মেনে কাজ করা সংবাদমাধ্যমগুলো দেশের বাস্তব চিত্র তুলে ধরতে বারবারই ব্যর্থ হয়েছে। ২০২৪ সালে আরএসএফ প্রকাশিত সংবাদপত্রের স্বাধীনতার সূচকে ১৮০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬৫তম।

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) এর এক প্রতিবেদন অনুসারে ২০১৮-২০২৩ সালের মধ্যে দেশে ৯৭ সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। মিথ্যা মামলা দায়ের করা হয়েছে ২৫৫ জনের বিরুদ্ধে। ৭ জনকে বিনা করণেই বিচারের অধীন করা হয়েছে। অনুপস্থিতিতেও সাজা দেয়া হয়েছে একজনকে।

সূত্র: আরএসএফ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *