চতুর্থ দফায় আবারও সংলাপে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপে চতুর্থ দফার এ সংলাপ অনুষ্ঠিত হচ্ছে শনিবার (১৯ অক্টোবর)। প্রধান উপদেষ্টার সরকারি বাস ভবন যমুনায় বিকেল ৩টা থেকে সংলাপে বসার কথা রয়েছে।
সংলাপে রাজনৈতিক দল ও জোটগুলোর প্রধান আলোচ্য বিষয় থাকবে নির্বাচন কেন্দ্রিক। নির্বাচনী সংস্কার ও রোডম্যাপ নির্ধারণ নিয়ে রাজনৈতিক নেতারা প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করবেন। সাংবাদিকদের সাথে রাজনৈতিক নেতার বক্তব্য এমনই বলে জানা যায় বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে।
আরও পড়ুন
আগামী নির্বাচন হতে পারে ২০২৫ সালে: ডা. আসিফ নজরুল
ট্রাইবুনালে অভিযোগ, শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
ডিমের দাম বেড়েছে কেন?
নির্বাচন ছাড়াও দ্রর্বমূল্য নিয়ন্ত্রণ, প্রশাসন থেকে আওয়ামী লীগের দোসরদের প্রত্যাহার, গণহত্যা, মিথ্য মামলা এসব বিষয়ও তুলে ধরবেন নেতারা। সংলাপে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, গণফোরাম, জাতীয়তাবাদী সমমনা জোট, জাতীয় পার্টি-বিজেপি (পার্থ), ১২ দলীয় জোট, জাতীয় মুক্তি কাউন্সিল, লেবার পার্টিসহ আরও কয়েকটি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে।
আগের দফায় ৫ অক্টোবর বিএনপি, জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, হেফাজতে ইসলাম, বাম গণতান্ত্রিক জোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি, গণঅধিকার পরিষদের সঙ্গে সংলাপ করেন প্রধান উপদেষ্টা। এ দফার সংলাপে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হয়নি।