হ্যান্ডকাপসহ পালিয়েছে যুবলীগ নেতা

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে হাতে হ্যান্ডকাপসহ এক যুবলীগ নেতা পালিয়েছে। জানা গেছে তার নাম সাইকুল ইসলাম।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে নয়টায় পুলিশ তাকে আটক করে নিয়ে আসার পথে এ ঘটনা ঘটেছে। তাকে উপজেলার সীমান্তের চান্দের বাজার থেকে পুলিশ আটক করেছিলো।

সাইকুল ইসলাম বিশ্বম্ভরপুরের সীমান্তগ্রাম শিলডুয়ারের বাসিন্দা। এছাড়া তার অন্য পরিচয় হলো তিনি সদ্য অব্যহতিপ্রাপ্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা তাজ্জত আলীর ছেলে।

আরও দেখুন

পেঁয়াজের বাজারে আগুন
ঘূর্ণিঝড় দানার আঘাতে কোন প্রাণহানি হয়নি
প্রিয়জনের সঙ্গে আলিঙ্গনের সময়সীমা সীমিত

বিশ্বম্ভরপুর থানার উপ পরিদর্শক নবী হোসেন সাংবাদিকদের জানান, ৫ জন কনস্টেবলসহ আমাদের একটি টিম চান্দের বাজার থেকে সাইকুল ইসলামকে হ্যান্ডকাপ পরিয়ে গাড়িতে করে নিয়ে আসছিলাম। এমন সময় আসামীর পরিবার ও ৪-৫শ লোকজন সাথে নিয়ে আমাদের বাধা দেয়।

তাদের দল বড় হওয়ায় আমরা পেরে উঠিনি। এ অবস্থায় সাইকুল হ্যান্ডকাপসহই পালিয়ে যায়। তবে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন বিশ্বম্ভরপুর থানার ওসি কাওছার আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *