দিল্লীর মসনদে সদ্য আসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানাতে ভারতে গেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিকল্পনা অনুযায়ী জুলাইয়ের শুরুতে যাওয়ার কথা থাকলেও ভারতের নির্বাচনের পরপরই তা সেরে নিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাই জুলাইয়ে বাংলাদেশ সফরে আসতে পারেন নরেন্দ্র মোদি।
জুলাইয়ে চীন সফরের কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তার আগেই দিল্লী সফর একটি কুটনৈতিক কৌশল বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ। তাছাড়া গত মে মাসেই ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াটরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ভারত সফরের আমন্ত্রণপত্র তুলে দিয়েছিলেন। নির্বাচন চলাকালীন অন্য কোন দেশের প্রধানমন্ত্রীকে এভাবে আমন্ত্রণ জানানো ভারতের পক্ষে বিরল ঘটনা হলেও শেখ হাসিনার ক্ষেত্রে তা হয়নি।
সেই সূত্রে জুলাইয়ে নরেন্দ্র মোদির ঢাকা সফর হবে দ্বিপক্ষীয় তৃতীয় সফর। এর আগে ২০১৫ ও ২০২১ সালে তিনি ঢাকা সফর করে গেছেন। ভারত সফরকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদির সাথে একান্ত বৈঠকে ঢাকা সফরের আমন্ত্রণপত্র তুলে দিয়েছেন বলে খবরে প্রকাশ।
ভারতের টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জুনের শেষেই ঢাকা সফর করবেন বলে ধারণা করা হচ্ছে। দিনক্ষণ নির্ধারণ না হলেও বিভিন্ন গণমাধ্যমের খবরে এমনটিই জানা যায়।