আগামী তিন দিন বৃষ্টি

মৌসুমি বায়ু পরিবর্তন হওয়ায় সারাদেশে অনেকটাই কমে গেছে বৃষ্টিপাত। তবে সাগরে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির পূর্বাভাসে বলাে হচ্ছে আগামী তিন দিন (বুধবার-শুক্রবার) সারাদেশে বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অফিস

বুধবার উপকূলে ভারি বৃষ্টিসহ সারাদেশে মাঝারি বৃষ্টি হবে। আগামী তিন দিনের বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরও দেখুন

গাজায় ইসরায়েলি আগ্রাসন, ফের নিহত ১১৫
টাকা দিতে না পারায় স্যোশাল ইসলামী ব্যাংক ঘেরাও
২৫২ এসআইকে রাজনৈতিক কারণে নয় শৃঙ্খলাভঙ্গের দায়ে অব্যহতি দেয়া হয়েছে

এ সময় সারাদেশে রাতের তাপমাত্রায় দিনের চেয়ে ৩ডিগ্রী কমতে পারে। আগামী বৃহস্পতিবার ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা রয়েছে। এর প্রভাবে বৃহস্পতিবার ও শুক্রবার দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোথাও কোথাও ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগরে সৃষ্ট লঘুচাপ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত নিম্নচাপে পরিণত হয়েছে। এসময় নিম্নচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় সৃষ্টি করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *