বায়ু দূষণে শীর্ষে উঠে এসেছে ভারতের দিল্লী। তবে তালিকায় আগের চেয়ে নিচে নেমেছে ঢাকার অবস্থান।
সোমবার সকাল ৮টা ৪৩ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) সূচকে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। সূচকে ঢাকার অবস্থান নবম।
দিল্লীর বায়ুর মান ৫৮৫ যা খুবই দুর্যোগপূর্ণ। ৫৩২ মান অর্জনকারী শহর হলো পাকিস্তানের লাহোর। সূচকে লাহোরের অবস্থান দ্বিতীয়। উগান্ডার কাম্পালা রয়েছে সূচকের তৃতীয় স্থানে। কাম্পালার স্কোর ১৬২।
আরও দেখুন
বায়ু দূষণে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকারে
ব্রিকস সম্মেলন আবারও শুরু হলো
৬৫ লেবানন প্রবাসী আজ দেশে ফিরছেন
নবম স্থান অধিকারী ঢাকার বায়ুর মান ১৩৪ যা সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর। উল্লেখ্য, সূচক অনুযায়ী ০-৫০ মান সম্পন্ন শহরের বায়ু স্বাস্থ্য সহনীয়।