ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
তদন্তে শুধু সঞ্চয়পত্রই পাওয়া গেছে ১০০ কোটি টাকার। এছাড়াও অঢেল সম্পত্তির সন্ধান পাওয়া গেছে তার নামে। বাড়ি দখল করেছে এমন অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে
তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান চলছে। জানা গেছে গোপালগঞ্জে অস্তিত্বহীন মৎস্য খামার দেখিয়েও তার হিসেবে ৩৫ কোটি টাকার মুনাফা দেখিয়েছেন।
লব্ধ ও এ মুনাফা থেকে ৩২ কোটি টাকা ব্যয়ে মধুমতি ব্যাংকের শেয়ার কিনেছেন এবং ১ কোটি টাকা মূল্যের সঞ্চয়পত্র কিনেছেন বলে দেখিয়েছেন।
ঢাকার কামরাঙ্গীরচরে ৩০০টি বাড়ি দখলের অভিযোগও রয়েছে তার নামে। বাড়িগুলোর কোনটি পুরো দখল এবং কোনটির অর্ধ দখল রয়েছে তার নামে।
এসব বাড়ি দখলে ঢাকা দক্ষিণ সিটির ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান ও মো. জাহাঙ্গীর তাকে সহায়তা করেছেন বলেও তদন্তে বেরিয়ে এসেছে। বাড়ি দখল ছাড়াও কামরাঙ্গীরচরে তার রয়েছে ব্যাপক আধিপত্য।
সম্প্রতি একজন সাবেক সচিব ও সুপ্রিম কোর্টের আইনজীবি মনজিল মোরসেদ বুড়িগঙ্গা নদী রক্ষার দাবিতে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করলে এসব তথ্য সামনে উঠে আসে।