প্রিয়জনের সঙ্গে আলিঙ্গনে সময় বেঁধে দিয়েছে বিমানবন্দর। বিমানবন্দর এলাকা যানজটমুক্ত রাখতে নিউজিল্যান্ডের ডুনেদিন বিমানবন্দর এমন সিদ্ধান্ত নিয়েছে।
বিশেষ করে বিদেশগামীদের বিদায় জানানোর সময় ঘনিষ্ঠজনরা জড়িয়ে ধরে অনেক সময় নষ্ট করে। এর ফলে পার্কিংয়ে থাকা গাড়িগুলোর সারি বাড়তে বাড়তে রাস্তায়ও যানজট দেখা দেয়। সেকারণে এসময় প্রিয়জনদের সঙ্গে আলিঙ্গনের সময় সীমিত করেছে বন্দর কর্তৃপক্ষ।
একজন বিদেশগামী তার প্রিয়জনকে সর্বোচ্চ ৩ মিনিট জড়িয়ে ধরতে পারবেন। ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণেই এমন উদ্যোগ নিয়েছেন নিউজিল্যান্ড সরকার।
বিমানবন্দরের বাইরে প্রিয়জনকে আলিঙ্গনের সময়সীমা উল্লেখ করে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তিও দেয়া হয়েছে। এতে বলা আছে আলিঙ্গনের সময়সীমা সর্বোচ্চ ৩ মিনিট।
যদি কারো ৩ মিনিট যথেষ্ট না হয় তবে পার্কিং এলাকায় যেতে নির্দেশ দেয়া হয়েছে।
বিমানবন্দরের দায়িত্বে থাকা নির্বাহী প্রধান ডান ডে বনো বার্তা সংস্থা এপিকে মঙ্গলবার (২২ অক্টোবর) বলেন, চলাচলের পথকে নিরবচ্ছিন্ন করার জন্য বিমানবন্দরের বাইরে যাত্রীদের নামিয়ে দেওয়ার স্থানকে নতুন করে সাজানো হয়েছে। এজন্য এ সময়সীমা নির্ধারণ করা হয়েছে।