সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথমবারের মতো সহকারী শিক্ষকদের পদোন্নতির সুযোগ দিচ্ছে সরকার। দেশের ৯ হাজার ৫৭২টি স্কুলে পদোন্নতির মাধ্যমে সহকারী প্রধান শিক্ষক নিয়োগ করা হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র বলছে, দেশের ৬৫ হাজার ৫৬৬টি প্রাথমিক বিদ্যালয়ের যেগুলোতে ২৫০ জন শিক্ষার্থী আছে তারা একজন করে প্রধান শিক্ষক পাবে। সেসব স্কুলে সহকারী শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে সহকারী প্রধান শিক্ষকে উন্নীত করা হবে।
এ নিয়োগে সরাসরি কেউ অংশগ্রহণ করতে পারবেন না। যেহেতু এই পদগুলো সৃষ্ট পদোন্নতিযোগ্য পদ তাই সরকারি প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিধিমালায় এটি অন্তর্ভূক্ত হলেই পদোন্নতি কার্যক্রম শুরু হবে।
আরও দেখুন
ব্রিকস সম্মেলন আবারও শুরু হলো
টাকা দিতে না পারায় স্যোশাল ইসলামী ব্যাংক ঘেরাও
গাজায় ইসরায়েলি আগ্রাসন, ফের নিহত ১১৫
প্রাথমিক ও গণশিক্ষা সচিব সাংবাদিকদের জানিয়েছেন, গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ প্রস্তাবে সম্মত হয়েছেন। এ পর্যায়ে অর্থ বিভাগের অনুমতি পেলেই প্রজ্ঞাপন জারি হবে বলে তিনি জানিয়েছেন।
তবে এ নিয়োগের ফলে সরকারের উপর আর্থিক চাপ বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে এ নিয়োগ প্রক্রিয়া, ‘চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪)’ প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।
এর আগে ২০১৯ সালে এই প্রকল্পের আওতায় প্রাক-প্রাথমিকে ২৬ হাজার ৩৬৬টি এবং ২০২২ সালে ৩ হাজার ১৬৬টি সৃষ্টপদে সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। এসব পদের নিয়োগকৃতদের বেতনও এই প্রকল্পের বরাদ্দ থেকেই দেয়া হবে।
এই প্রকল্পটি শেষ হলে পরে বেতনের টাকার বাড়তি চাপ সরকারের উপর পড়বে। উল্লেখ্য, সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) মোট প্রকল্প আছে ১ হাজার ২৫৮টি।