আগামী নির্বাচন হতে পারে ২০২৫ সালে: ডা. আসিফ নজরুল

আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে পারে ২০২৫ সালে। বৃহস্পতিবার আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এ খবর নিশ্চিত করেন।

চ্যানেল আইয়ের ‘আজকের সংবাদ’ অনুষ্ঠানে অংশগ্রহণকালে তিনি এ তথ্য জানান। এর আগে সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নির্বাচন অনুষ্ঠানের আভাস দিয়েছিলেন। তার পরে এই প্রথম উপদেষ্টা পর্যায়ের কেউ এ বিষয়ে মুখ খুলেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইনালে কোন সাংবাদিকের বিচার হবে না। একই সাথে ডিজিটাল নিরাপত্তা আইনও বাতিল হবে বলে জানিয়েছে ড. আসিফ নজরুল।

আইন উপদেষ্টা বলেন, ভারত যদি বন্দি বিনিময় চুক্তি মানে তবে সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারি শেখ হাসিনাকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে।

স্বৈরাচার সরকারের আমলে বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে অনেক গায়েবি মামলা হয়েছে। এ ধরণের মামলাগুলোর বেশিরভাগই দায়ের করতো পুলিশ বাদি হয়ে। বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ও ঢালাওভাবে মামলা হচ্ছে যা দায়ের করছেন আগের নির্যাতনের শিকার বিরোধী দলের নেতারা।

আরও পড়ুন

আনুপাতিক পদ্ধতির নির্বাচন, পক্ষে-বিপক্ষে বিভিন্ন দল
দুর্নীতির অভিযোগে ১২ বিচারপতি বাদ, ৫৪ বেঞ্চ পুর্নগঠন
ট্রাইবুনালে অভিযোগ, শেখ হাসিনার ‍বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে ড. ইউনূসকে আহ্বান আরএসএফ এর

তবে এসব মামলা যেন কোন নিরাপরাধ লোক শাস্তিমূলক বিচার বা হয়রানির শিকার না হন সে বিষয়েও কাজ করছে অন্তর্বর্তী সরকার। অনুষ্ঠানে এসব তথ্যও জানান আইন উপদেষ্টা ডা. আসিফ নজরুল।

ঢালাও মামলা দায়েরের বিষয়ে এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, বিগত সরকারের সহযোগিতায় গায়েবি মামলা হতো। এগুলো পুলিশ করত। মামলাগুলো তৎকালীন বিরোধীদলের লোকদের বিরুদ্ধে হতো।

এখন হচ্ছে ঢালাও মামলা। যারা পূর্বে নির্যাতনের শিকার হয়েছিল তারাই এই মামলা করছে। এই মামলাগুলোতে যাতে নিরাপরাধ লোক শাস্তি না পান সে বিষয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার।

এসময় উপদেষ্টা বলেন, নিশ্চিত অপরাধে দায়ী না হলে কোন সাংবাদিককে বিশেষ ট্রাইবুনালের বিচারের আওতায় আনা হবে না। ছাত্রলীগ নিষিদ্ধের প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, আগে ছাত্রলীগ কী করেছে তা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হচ্ছে এবং দেশবাসী তা জানে।

অন্তর্বর্তী সরকার আগ বাড়িয়ে এ বিষয়ে কোন পদক্ষেপ নিতে পারে না। ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ দিন দিন বাড়ছে। অভিযোগ আরও বড় আকারে রূপ নিলে জনস্বার্থে সরকার পদক্ষেপ নিতে পারে।

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি বিষয়ে ক্ষমা চান ডা. আসিফ নজরুল। তিনি বলেন, বন্যার কারণে ডিমের সাপ্লাই কমে যাওয়ায় দাম বেড়ে গিয়েছিলো। আগে এসব নিয়ন্ত্রণ করতো সিন্ডিকেটের মাধ্যমে। তবে সামনে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে বলে আশ্বাস দেন উপদেষ্টা।

এক প্রশ্নের জবাবে গত সরকার আমলে শপথবদ্ধ বিচারকের কথাও বলেন তিনি। তিনি বলেন, দেশে এত গুম-খুন, অবৈধ নির্বাচন এতকিছু হয়ে গেলো তবুও বিচারকরাই কিছুই বলেননি। এমন বিচারকরা বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *