জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত সাঈদী রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে (বিএসএমএমইউ) সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়সে হয়েছিলো ৮৩ বছর।
এর আগে রোববার (১৩ আগস্ট) বিকেলে গাজীপুরের কাশিমপুর কারাগারে তিনি বুকের ব্যথায় অসুস্থ হন। কারা কর্তৃপক্ষ প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় তার অসুস্থতা বুঝতে পারে। এ অবস্থায় প্রথমে তাকে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার উন্নতি না হলে পরে তাকে বিএসএমএমইউর কার্ডিয়াক আইসিউতে স্থানান্তর করা হয়।
দেলোয়ার হোসেন সাঈদী কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এ বন্দি ছিলেন বলেন বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে।
স্বাধীনতা যুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন। ২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতি আঘাত করার দায়েও গ্রেপ্তার হন প্রবীণ জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদী।