ঘূর্ণিঝড় দানার আঘাতে উড়িশায় কোন প্রাণহানি হয়নি বলে দাবি করেছেন উড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। শুক্রবার (২৫ অক্টোবর) সকালে দুর্যোগ পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিনি তা জানিয়েছেন। এ দিন সকাল সাড়ে ৭টায় ঘূর্ণিঝড় দানার ল্যান্ডফল প্রক্রিয়া শেষ হয়।
মুখ্যমন্ত্রী বলেন, কড় নজরদারি ও আগাম প্রস্তুতির কারণে রাজ্যের নাগরিকরা নিরাপদে ছিলো। দানার মোকাবিলায় রাজ্য সরকার কথা রেখেছে।
মাঝি বলেন, দুর্যোগের আগেই উপকূল থেকে প্রায় ৬ লাখ বাসিন্দাদের বিভিন্ন নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছিলো। এদের মধ্যে ৬ হাজারেরও বেশি সন্তান সম্ভবা। তাদের নিরাপত্তার জন্য বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে।
আরও দেখুন
কোন দিকে যাচ্ছে ঘূর্ণিঝড় দানা?
এইচএসসির ফল বাতিলের দাবি, পুলিশের লাঠিচার্জ
প্রিয়জনের সঙ্গে আলিঙ্গনের সময়সীমা সীমিত
স্বাস্থ্য কেন্দ্রে থাকা নারীদের ১৬০০ জন প্রসূতি বৃহস্পতিবার সন্ধ্যায় সন্তানের জন্ম দিয়েছেন। পূর্ব প্রস্তুতি হিসেবে ৮ হাজার ৩২২টি সইক্লোন সেন্টার প্রস্তুত ছিলো বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় রাজ্যের ভিতরকণিকা ও ধামারার মধ্যবর্তী হাবালিখাটি নেচার ক্যাম্পের কাছে ল্যান্ডফল করে ঘূর্ণিঝড় দানা।
আবাহওয়া অফিস জানায় আনুমানি রাত দেড়টার পরে ঘূর্ণিঝড় দানার কেন্দ্রীয় অংশ স্থলভাগ অতিক্রম করে। সকালে ঝড়টির লেজের অংশ রাজ্য অতিক্রম করে।
দানার প্রভাবে উড়িশার উপকূলসহ অন্যান্য উপকূল এলাকায়ও গাছ উপড়ে চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায়।