গার্মেন্টস শিল্পে ক্ষতি হলো প্রায় ৪০০ মিলিয়ন ডলার

গার্মেন্টস শিল্পে ৫ আগস্ট পরবর্তী অস্থিরতার কারণে ৪০০ মিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তুলছে গার্মেন্ট মালিক সমিতি (বিজিএমই)। শনিবার (১৯ অক্টোব) বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত সমিতির সভাপতি খন্দকার রফিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা সঠিকভাবে নিরুপন করা যায়নি। যে সংখ্যাটি প্রকাশ করা হয়েছে তা আনুমানিক। অনুমান করা যায় তা আরও বাড়তে পারে।

আরও দেখুন

ডিমের দাম বেড়েছে কেন?
আগামী নির্বাচন হতে পারে ২০২৫ সালে: ডা. আসিফ নজরুল
সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে ড. ইউনূসকে আহ্বান আরএসএফ এর

চলতি বছরের জানুয়ারি-আগস্ট পর্যন্ত আমেরিকায় পোশাক আমদানি বেড়েছে ১ দশমিক ৮ শতাংশ। তবে তুলনায় বাংলাদেশ থেকে বাড়েনি বরং কমেছে ৩ দশমিক ৮ শতাংশ। বিপরীতে চীনে পোশাক রপ্তানি বেড়েছে ৩ দশমিক ৬ শতাংশ।

আবার ইউরোপে পোশাক আমদানি বেড়েছে ৩ দশমিক ৮ শতাংশ। এর মধ্যে বাংলাদেশ থেকে ইউরোপে পোশাক রপ্তানি বেড়েছে ২ দশমিক ৮ শতাংশ। বিপরীতে চীন থেকে ৬ দশমিক ৪ শতাংশ, ভারত থেকে ৫.১৮ শতাংশ এবং কম্বোডিয়া থেকে১৮ দশমিক ৩৫ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *