থমকে আছে কমলাপুর স্টেশনের সংস্কার কাজ

কমলাপুর রেল স্টেশনে এখনও শেষ হয়নি সংস্কার কাজ। গত ২৪ অক্টোবর পঞ্চগড়গামী আন্ত:নগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩) লাইনচ্যুত হওয়ার পর যাত্রী ভোগান্তি চরমে।

শনিবার (২৬ অক্টোবর) ভোর পর্যন্ত শিডিউল বিপর্যয়ের মুখে পড়ে কমলাপুর থেকে ছেড়ে আসা সব ট্রেন।

শুক্রবার সারাদিন কমলাপুর স্টেশন থেকে প্রায় সব ট্রেনই বিলম্বে ছেড়ে যায় গন্তব্যের উদ্দেশ্যে। রেলের অটোমেটিক অপারেশন কার্যক্রম বন্ধ থাকায় আরও দেরি হচ্ছে কমলাপুর স্টেশনের সংস্কার কাজ।

আরও দেখুন

ইনফিনিক্স: ভিজবে না, ধুলো পড়বে না
২ কোটি মানুষের জন্য ৫০ শয্যার আইসিইউ
পেঁয়াজের বাজারে আগুন

অটোমেটিক পদ্ধতি বন্ধ থাকায় ম্যানুয়াল পদ্ধতিতে স্টেশনে প্রবেশ ও বহির্গমনে বিলম্ব হচ্ছে বলে জানা গেছে। যাত্রী ভোগান্তি বাড়তে থাকায় টিকিটের টাকা ফেরত চেয়ে কোন প্রতিকার পাচ্ছে না যাত্রীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান বৃহস্পতিবার রাতে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি আধা ঘণ্টা বিলম্বে কমলাপুর স্টেশন ত্যাগ করে। স্টেশন থেকে বের হওয়ার সময় ব্যাপক ঝাঁকুনি দিয়ে হঠাৎই থেমে যায় ট্রেনটি। পরে নিচে নেমে দেখা গেছে ৬টি বগি লাইনচ্যুত হয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *