এইচএসসির ফল বাতিল দাবি করেছে শিক্ষার্থীরা। এ দাবি নিয়ে বুধবার (২৩ অক্টোবর) বিকেলে তারা সচিবালয় ঘেরাও করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের লাঠিচার্জ করে।
সেনাবাহিনী ও পুলিশের লাঠিচার্জে টিকতে না পেরে শেষে ছত্রভঙ্গ হয়ে যায় শিক্ষার্থীরা। তারা সচিবালয়ে ঢুকে ৬নং ভবনের সামনে অবস্থান নেয়।
পরে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিষয়টি মীমাংশা করার আশ্বাস দেন। ওই সময় শিক্ষার্থীদের বিভিন্ন শ্লোগানে মুখর হয়ে ওঠে সচিবালয়।
শিক্ষার্থীদের দাবি তারা যেন সঠিক ফলাফল পায়। যারা ভালো পরীক্ষা দিয়েছে তাদের ফল খারাপ হয়েছে অথচ পরীক্ষা ভালো না দিলেও অনেকের ফল ভালো হয়েছে।
শিক্ষার্থীরা দ্রুত এ সমস্যার সমাধান চায়।