শুরু হয়েছে ঈদের ছুটি, স্বস্তিতে ঘরে ফিরছে মানুষ

শুরু হয়ে গেছে পবিত্র ঈদ-ঊল-আযহার ছুটির আমেজ। কর্মজীবি মানুষরা হয়েছে ঘরমুখো। পথে পথে যানবাহন আর ঘরমুখো মানুষের ভিড় দেখেই তা বুঝা যায়। ঈদের ছুটিতে প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতেই ছুটি শুরু হতেই সড়কে বেড়েছে যাত্রীদের চাপ।

বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণের জেলাগুলোর প্রবেশদ্বার মুন্সীগঞ্জ মাওয়া প্রান্তের পদ্মা সেতুর টোল প্লাজায় ঘরমুখো মানুষের ঢল চোখে পড়ার মতো। সড়ক ও সেতু উভয় পথেই যাত্রীদের উপচে পড়া ভিড়। যানজট ঠেকেছে ৩ কিলোমিটার ছাড়িয়ে মুন্সিগঞ্জের শ্রীনগর পর্যন্ত।

বাড়তি চাপ থাকায় পদ্মা সেতুর টোল প্লাজায় মোটরসাইকেল বুথ ছাড়াও ৭টি বুথ একযোগে কাজ করে কুলিয়ে উঠতে পারছে না। সকালে অতিরিক্ত মোটরসাইকেল থাকায় মোটরসাইকেল বুথ একটি বাড়ালেও পরে তা কমিয়ে দেয়া হয়। তবে অন্য বছরের তুলনায় স্বস্তিতে বাড়ি ফিরতে পারায় যাত্রীরাও বেশ খুশি।

তবে মাত্র ১১ মাস আগে চলন্ত গাড়িতে টোল আদায় পরীক্ষামূলকভাবে শুরু হওয়ায় এখনই তার সুফল মিলছে না। সে কারণে এবছর চাপ সামলাতে কিছুটা হিমশিম খেতে হচ্ছে সেতু কর্তৃপক্ষকে। গত বছরের ২০ এপ্রিল থেকে পদ্মা সেতুতে দ্বিতীয় দফায় বাইক চলাচল শুরু হয়। এর আগে ২০২২ সালের ২৬ জুন পদ্মা সেতু খুলে দেয়া হলে বাইক দুর্ঘটনায় দুই যুবক নিহত হলে কর্তৃপক্ষ বাইক চলাচল নিষিদ্ধ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *