গাজায় ইসরায়েলি আগ্রাসন, ফের নিহত ১১৫

গাজায় অবিরত ইসরায়েলি হামলা থামার কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। একের পর এক হামলায় মারা পড়ছে, শিশু বয়স্কসহ যে কোন বয়সের মানুষ। হামলার বাকি নেই স্কুল, কলেজ, মসজিদ, হাসপাতালসহ এমন কোন জায়গা। গত ৪৮ ঘণ্টায়ও নিহত হয়েছে ১১৫ জন।

পুরো গাজা এখন ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ১১৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা জানান, এছাড়াও এ সময়ের মধ্যে ৪৮৭জন ফিলিস্তিনি আহত হয়েছেন।

আরও দেখুন

২৫২ এসআইকে রাজনৈতিক কারণে নয় শৃঙ্খলাভঙ্গের দায়ে অব্যহতি দেয়া হয়েছে
টাকা দিতে না পারায় স্যোশাল ইসলামী ব্যাংক ঘেরাও
গার্মেন্টস শিল্পে ক্ষতি হলো প্রায় ৪০০ মিলিয়ন ডলার

হিজবুল্লাহ দাবি করছে ইসরায়েলের গোয়েন্দা ঘাঁটিসহ বেশ কিছু স্থানে হামলা চালিয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় হাইফা শহরের একটি নৌঘাঁটিতেও হামলা চালিয়েছে হিজবুল্লাহ। অপরদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি এসব হামলায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

ইসরায়েলি আগ্রাহসন প্রতিরোধে ফিলিস্তিনের প্রতি সংহতি নিজ দেশের জনগণের সুরক্ষায় হামলা চালিয়েছে হিজবুল্লাহ। তারা ইসরায়েলের নিরিত এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা করে ব্যাপক বিস্ফোরণ ঘটিয়েছে। টেলিগ্রামের একটি পোষ্টের মাধ্যমে এসব তথ্য জানিয়েছে লেবাননভিত্তিক গোষ্ঠি হিজবুল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *