আনুপাতিক পদ্ধতির নির্বাচন, পক্ষে-বিপক্ষে বিভিন্ন দল

আনুপাতিক পদ্ধতির নির্বাচনকে ঘিরে পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই আগামী নির্বাচন নিয়ে গুঞ্জন সবার মধ্যে। সম্প্রতি এক ভার্চুয়াল আলোচনায় বিভিন্ন দলের মধ্যে অনৈক্য দেখা দিয়েছে আগামী নির্বাচ পদ্ধতি নিয়ে।

বেশিরভাগ দল আনুপাতিক পদ্ধতির নির্বাচনের পক্ষে তবে বিপক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল (বিএনপি)। এছাড়াও আনুপাতিক পদ্ধতির নির্বাচন নিয়ে ‍অনেক আলোচনা রয়েছে দেশজুড়ে।

আনুপাতিক পদ্ধতির নির্বাচন কি?

আনুপাতিক পদ্ধতির নির্বাচন হলো সেই পদ্ধতি যেখানে একটি রাজনৈতিক দল বা জোট নির্বাচনে যত শতাংশ ভোট পাবে, সংদে তত শতাংশ আসনে তারা ক্ষমতাসীন হবে। এর অর্থ হলো আসন কোন বিষয় নয় ভোটই হলো আসল।

কোন ছোট দল যদি বড় বড় কয়েকটি আসনে ভোট পায় তবে তার ভোটের পার্সেন্টেজ বেশি হবে তাই তার আসনের সংখ্যা স্বয়ংক্রিয়ভাবেই বেড়ে যাবে। বাংলাদেশে ইতোপূর্বে বিজয়ী সংসদীয় আসনের ভিত্তিতেই নির্বাচিত দল সরকার গঠন করতো।

আনুপাতিক নির্বাচন নিয়ে বিতর্ক কেন?

চলতি বছর ৫ আগস্ট ১৫ বছরের স্বৈরাচার সরকার ছাত্র আন্দোলনের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়। বাংলাদেশের সবচেয়ে বড় দলগুলোর মধ্যে আওয়ামীলীগ আগে থেকেই ভারতের দাসত্ব করে আসছে বলে অভিযোগ অনেক দলের। তাদের মধ্যে সবচেয়ে বড় দল বিএনপি। তাদের দাবি ভারতের মদদে আবারও আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতায় আসুক।

সেকারণেই ভারতের ইন্দনে বাংলাদেশের অনেক ছোট রাজনৈতিক দলগুলো আনুপাতিক ‘নির্বাচন পদ্ধতির পক্ষে অবস্থান নেয়। অপরপক্ষে ভোটযুদ্ধে এককভাবে ক্ষমতায় আসার সুযোগ না থাকায় ছোট ছোট রাজনৈতিক দলগুলো আনুপাতিক নির্বাচন পদ্ধতির পক্ষে। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মূলত এ কারণেই মতানৈক্য দেখা দেয় যার ফলে ‍শুরু হয় বিতর্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *