রাজশাহীর বিভাগের ২ কোটিরও বেশি মানুষের জন্য মাত্র ৫০ শয্যার আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) রয়েছে। মুমূর্ষ রোগীরা মৃত্যুর কোলে ঢলে পড়লেও কোন আইসিইউ সেবার ব্যবস্থা নেই। দেখারও যেন কেউ নেই।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো আদমশুমারি ২০২২ অনুযায়ী রাজশাহী বিভাগের মোট জনসংখ্যা ২ কোটি ৩ লাখ ৫৩ হাজার ১১৬ জন। এই বিভাগে রয়েছে ৩৯টি সংসদীয় আসন ও ৬৭টি উপজেলা।
প্রতি উপজেলা থেকে একজন করে জরুরি রোগীকেও আইসিইউ সেবার দেওয়ার সক্ষমতা নেই স্বাস্থ্য বিভাগের।
তবে আইসিইউর ৫০ শয্যা রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় ভাগাভাগি করে নয়। শুধু রাজশাহী ও বগুড়া জেলায় রয়েছে আইসিইউ। রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) ৪০ শয্যা বিশিষ্ট এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে রয়েছে ১০ শয্যার আইসিইউ।
আরও দেখুন
পেঁয়াজের বাজারে আগুন
হ্যান্ডকাপসহ পালিয়েছে যুবলীগ নেতা
প্রিয়জনের সঙ্গে আলিঙ্গনের সময়সীমা সীমিত
দূর দূরান্তের রোগীদের রাজশাহী কিংবা বগুড়া যেতে পাড়ি দিতে হয় শত শত মাইল। অনেক কষ্ট করে হাসপাতালে পৌঁছালেও আইসিইউ সঙ্কট থাকায় শয্যা খালি হওয়ার জন্য অপেক্ষা করতে হয় অনেক সময়।
রাজশাহী বিভাগের অনেক রোগীকে আইসিইউর জন্য অপেক্ষা করতে করতে মৃত্যুবরণও করতে হয়। অপরদিকে আইসিইউ শয্যা থাকা সত্ত্বেও প্রয়োজনীয় সরঞ্জামের চালু হয়নি নওগাঁ ২৫০ শয্যা হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রটি।