ইনফিনিক্স: ভিজবে না, ধুলো পড়বে না

বাজারে এলো ইনিফিনিক্সের নতুন স্মার্টফোন যা পানিতেও ভিজবে না, ধুলো ময়লাও পড়বে না। Infinix Hot 50 Pro মডেলের এই ফোনটি সুলভ মূল্যেই পাওয়া যাবে।

এতে রয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। এতে যুক্ত করা হয়েছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি। খুব সময়েই ফুল চার্জ হবে ফোন। ব্যাকআপ পাওয়া যাবে ২-৩ দিন।

প্রতিযোগিতামূলক বাজার বিবেচনায় ফোনটির দাম ধরা হয়েছে ১৮ হাজার ৯৯৯ টাকা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইনফিনিক্স বাংলাদেশ এসব তথ্য জানিয়েছে।

কোম্পানী জানিয়েছে, ইনফিনিক্সের এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্জ। হাই কোয়ালিটি ছবি ও ভিডিও পাওয়ার জন্য এই দামে ইনফিনিক্সের কোন তুলনা হবে না।

ফ্ল্যাশসহ ৫০ ও ২ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে পেছনে। সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফ্ল্যাশতো রয়েছেই।

৫০ সিরিজের এই ফোনটিতে মিডিয়াটেক হেলিও জি ১০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। রয়েছে ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি রম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *