দেশে ফিরলেন অন্তবর্তীকালীন সরকার প্রধান শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহকারী ফ্লাইটটি অবতরণ করে।
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তাকে বিমানবন্দরে তাকে স্বাগত জানান। এর আগে তিনি প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দর ছেড়ে আসেন বুধবার (৭ আগস্ট)। বৃহস্পতিবার দিবাগত রাত ৮টায় অন্তর্বতীকালীন সরকারের প্রধান হিসেবে তার শপথ নেয়ার কথা রয়েছে।
সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে পদত্যাগ করেন। পরে তিন বাহিনীর প্রধান, ছাত্র সমন্বয়ক ও রাষ্ট্রপতির বৈঠকে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত হয়। এ সরকারের রূপরেখা নির্ধারণ করেন ছাত্ররাই। অন্তর্বতী সরকারে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে ১৫ জনের তালিকা প্রদান করেন ছাত্ররা।
ইতোমধ্যে মঙ্গলবার জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বঙ্গভবন থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।