`লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফার ময়দান

আজ পবিত্র হজ। আরবি ক্যালেন্ডার অনুযায়ী ৯ জিলহজ শনিবার এ দিনটি পূর্ব নির্ধারিত। বিশ্বের বিভিন্ন দেশের হাজীদের ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফার প্রান্তর। এ বছর হজে অংশ নিয়েছেন প্রায় ১৮ লাখ হাজী। সকলেরই রোদনভরা একই ধ্বনি ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’।

নিয়ম অনুযায়ী ঈদ-ঊল-আজহা উপলক্ষ্যে ফজরের নামাজ আদায় শেষে মিনা থেকে হাজিরা সমবেত হবেন আরাফাতের ময়দানে। দুই খণ্ড সফেদ বসনে প্রতিবছর হাজীরা এখানে সমবেত হন নিজেদের পাপ মোচন আর স্রষ্টার সন্তুষ্টির জন্য। এ দিন ইসলামের ইতিহাসে সবচেয়ে তাৎপর্যপূর্ণ একটি দিন।

১৪শ’ বছর আগে আখেরী নবী হযরত মুহাম্মদ (সা.) এখানেই ইসলামকে পূর্ণাঙ্গ ধর্ম হিসেবে ঘোষণা করেছিলেন বিদায়ী হজের খুৎবায়। হাজীদের মননে আজ সেই খুৎবারই যেন অনুরনন। আজ আরাফাতের ময়দানে অবস্থিত মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. মাহের বিন হামাদ বিন মুয়াক্বল আল মুয়াইকিলি।

আরবি ভাষায় প্রচারিত এই খুৎবা বাংলাসহ প্রায় ২০টি ভাষায় তাৎক্ষণিক অনুবাদ করে শোনার ব্যবস্থা করেছে সৌদি হজ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। মসজিদে নামিরায় নামাজও পড়াবেন তিনি। তার ইমামতিতে সকল হাজীরাও একসঙ্গে নামাজ আদায় করবেন।

আগামীকাল রবিবার ১০ জিলহজ সৌদি আরবে পালিত হবে ঈদুল আজহা। স্থানীয় যারা পবিত্র হজ পালন করেননি তারা ঈদের নামাজ পড়বেন ও কোরবানি করবেন। বাংলাদেশ থেকে এবার পবিত্র হজ পালন করতে সৌদি আরব পৌঁছেছেন ৮৫ হাজার ১২৯ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *