আরিচা-দৌলতদিয়ায় যাত্রীর চাপ বাড়ছে

দেশের দক্ষিণের আরেক প্রবেশদ্বারা আরিচা-দৌলতদিয়া রুটেও ঈদে ঘরমুখো মানুষের চাপ। বেলা বাড়ার সাথে সাথেই বেড়েছে যানবাহন। ভিড় দেখে মনে হয় পথেই যেন ঈদের আনন্দ। বৃহস্পতিবার বিকেল থেকেই যাত্রীদের চাপ শুরু হলেও শুক্রবার সকালে বাড়তি চাপ লক্ষ্য করা যাচ্ছে।

এ রুটে ফেরি ও লঞ্চে পদ্মা পাড়ি দিচ্ছে মানুষ। সরেজমিনে দেখা যায় সব ধরণের যানবাহনেই পাড়ি দিচ্ছে ঈদের ছুটিতে ফেরা কর্মজীবি মানুষরা। ঘাটে অতিরিক্ত যানবাহনের চাপ থাকায় বাড়ানো হয়েছে অতিরিক্ত নিরাপত্তা। শনিবার থেকে এই চাপ আরও বাড়তে পারে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।



যানবাহন বিশেষ করে লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহনরোধে একসাথে কাজ করছে নৌ পুলিশ, বিআইডব্লিউটিএ এবং ফায়ারা সার্ভিস সদস্যরা। স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে ছুটি শুরু হতে না হতেই গন্তব্যের উদ্দেশ্যে ছুটছেন নগরবাসীরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন আরিচা অফিসের (বিআইডব্লিউটিসির) ডিজিএম খালিদ নেওয়াজ গণমাধ্যমকে জানান, শুক্রবার সকাল থেকেই যাত্রীদের চাপ অনেক বেশি। গার্মেন্টস কারখানাগুলো শনিবার ছুটি হবে তাই সেদিন আরও চাপ বাড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *