লেবানন প্রবাসীদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে। লেবাননের নিরাপত্তা পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। সেকারণে দেশে ফিরতে আগ্রহী ৬৫ প্রবাসীকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে।
বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় দ্বিতীয় ব্যাচে একটি বাণিজ্যিক ফ্লাইটে তাদের ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। লেবাননের রাজধানী বৈরুতে বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয় দুই নবজাতকসহ মোট ৬৫ প্রবাসী দেশে ফিরছেন। বুধবার সৌদির জেদ্দায় ট্রানজিট বিরতির পর সন্ধ্যা ৬টায় ঢাকা পৌঁছাবেন প্রবাসীরা।
আরও দেখুন
ব্রিকস সম্মেলন আবারও শুরু হলো
প্রাথমিকে ৯৫৭২ শিক্ষক নিয়োগ
গাজায় ইসরায়েলি আগ্রাসন, ফের নিহত ১১৫
লেবাননে সংঘাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি প্রবাসীদের নিরাপদে দেশে পাঠাতে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) সঙ্গে অংশীদারির ভিত্তিতে প্রত্যাবাসন সমন্বয়ের প্রচেষ্টা করা হচ্ছে।
সংস্থাটি জানায় তারা ইউএন মাইগ্রেশনের সাথে যৌথ প্রচেষ্টায় ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় বাংলাদেশি লেবানন প্রবাসীদের দেশে ফেরত পাঠানো হচ্ছে। এর আগে সোমবার (২১ অক্টোবর) প্রথম ধাপে লেবাননে আটকে পড়া ৫৪ লেবানন প্রবাসীদের দেশে পাঠানো হয়।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গণমাধ্যমকে জানান, বৈরুতে বহির্গামী ফ্লাইটে পর্যাপ্ত আসন না থাকায় প্রথম ধাপে ৫৪ জন ও পরের ধাপে ৬৫ জনকে দেশে ফেরত আনা হচ্ছে।