ব্রিকস সম্মেলন শুরু হলো রাশিয়ায়। দেশটির পশ্চিমের নগরী কাজানে মঙ্গলবার (২২ অক্টোবর) থেকে এ সম্মেলন শুরু হয়েছে। এই আয়োজনটি চলবে আগামী তিন দিন পর্যন্ত।
তিন দিনব্যাপী ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছে রাশিয়াসহ সদস্য দেশগুলোর নেতারা। উল্লেখ্য, ১৫ বছর আগে ব্রাজিল, রাশিয়া, চীন ও ভারত মিলে এই জোট গঠন করেছিলো।
প্রাথমিকভাবে উল্লেখিত দেশগুলো এই উদ্যোগ নিলেও পরে যুক্ত হয় মিসর, ইথিওপিয়া, ইরান ও সংযুক্ত আর আমিরাত। ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর সাময়িক স্থগিত ছিলো ব্রিকস সম্মেলন।
আরও দেখুন
টাকা দিতে না পারায় স্যোশাল ইসলামী ব্যাংক ঘেরাও
গার্মেন্টস শিল্পে ক্ষতি হলো প্রায় ৪০০ মিলিয়ন ডলার
গাজায় ইসরায়েলি আগ্রাসন, ফের নিহত ১১৫
ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর পশ্চিমা বিশ্ব নানাভাবে রাশিয়াকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়। ধারণা করা হয় এই নিষেধাজ্ঞার ফলে রাশিয়া বাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে।
এবারের ব্রিকস সম্মেলন আয়োজন করে পশ্চিমা বিশ্বকে বৃদ্ধঙ্গুলি দেখালেন ভ্লাদিমির পুতিন। প্রেসিডেন্ট পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার কাজান নগরীতে পৌঁছেছেন বলে খবর জানিয়েছে রুশ সংবাদমাধ্যম।
এবারের ব্রিকস সম্মেলনে মূল আলোচন্য বিষয়ে হলো সুইফটের (দ্য সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফিন্যানশিয়াল টেলিকমিউনিকেশনস) একটি বিকল্প এবং প্রতিদ্বন্দ্বী ব্যবস্থা গড়ে তোলা।