দুর্নীতির অভিযোগে হাই কোর্টের ১২ বিচারপতিকে বাদ ৫৪টি বেঞ্চ পুর্নগঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বেঞ্চ পুর্নগঠন করেন।
আগামী রোববার (২০ অক্টোবর) নবগঠিত বেঞ্চে সুপ্রিম কোর্টের বিচারিক কাজ শুরু হবে।
এ বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে জারিকৃত আদেশ প্রকাশ করা হয়। এর আগে ৪ আগস্ট ৫৩ বেঞ্চে সর্বশেষ বিচারিক কাজ সম্পাদন হয়।
৫ আগস্ট সৈরাচারি শেখ হাসিনা দেশ ত্যাগ করলে হাইকোর্ট বিভাগে আর কোন বিচারকাজ সম্পাদন হয়নি। এরই ধারাবাহিকতায় প্রধান বিচারপতি ওবায়দুলসহ আপীল বিভাগের ছয় বিচারপতি পদত্যাগ করেন।
পরে নতুন প্রধান বিচারপতি নিয়োগ করা হলে ১২ আগস্ট থেকে ৮ বেঞ্চে বিচারকাজ শুরু হয়। পরদিন দ্বিতীয় দফায় ৯ বেঞ্চ এবং ১৮ আগস্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি নিয়োগ দিয়ে ৫১ বেঞ্চ গঠন করে বিচারিক কাজ শুরু করা হয়।