টিকটকার আমেনা হত্যার রহস্য বেরিয়ে এলো। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ১৫ দিন পর খুললো আসল রহস্যের জট। স্বামীর দ্বিতীয় বিয়ে নিয়ে বিরোধের জেরে খুন করে আমেনাকে। জড়িত ছিলেন এক পুলিশ সদস্যও।
গত ৩ অক্টোবর চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের পাহাড়ে ক্ষত-বিক্ষত এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ।
পরে ক্লুলেস এই খুনের মামলার তদন্তভার পিবিআইকে দেয়া হলে তারা অজ্ঞাত এই নারীর নাম পরিচয় শনাক্ত করে। আমেনা একজন টিকটকার। টিকটকে ভিডিও বানিয়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেন তিনি।
তদন্তে জানা গেছে ইয়াছিন আরাফাত নামে এক প্রবাসীর সাথে বিয়ে হয় আমেনার। তাদের এক সন্তান রয়েছে। এর আগেও টিকটকার আমেনার দুবার বিয়ে হয়েছিলো। আছে আরও দুই সন্তান।
তবে সম্প্রতি ইয়াছিন আরেকটি বিয়ে করলেই তাদের মধ্যে কলহ দেখা দেয়। এই কলহের জের ধরেই স্ত্রী আমেনাকে খুন করে ইয়াছিন আরাফাত।
এক প্রেস ব্রিফিংয়ে পিবিআই জানায়, খুনের পরপরই ইয়াছিন আরাফাত বিদেশে পালিয়ে যায়। খুনের সময় তার বাল্যকালের দুই বন্ধু জাহেদ নাবিল নামে এক পেশাদার অপরাধী এবং ইরফান হোসেন নামে এক পুলিশ সদস্য জড়িত ছিলেন।
২ অক্টোবর রাতে বাসা থেকে ডেকে এনে তাকে হত্যা করা হয়। জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা পিবিআইয়ের পুলিশ সুপার শেখ জয়নুদ্দীন।