এসআইদের অব্যহিত নিয়ে নানা কথা উঠছে। কেউ কেউ বলছে রাজনৈতিক কারণে তাদের অব্যহতি দেয়া হয়েছে। শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বিষয়টি পরিস্কার করেছেন।
রাজশাহীর সারদার বাংলাদেশ পুলিশ একাডেমীতে প্রশিক্ষণরত ২৫২ উপ-পরিদর্শককে (এসআই) অব্যহতি প্রসঙ্গে সারাদেশেই সমালোচনা হচ্ছে। মঙ্গলবার স্বরাষ্ট্র উপদেষ্টা সবার জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিষটি পরিস্কার জানিয়েছেন। তিনি জানান, রাজনৈতিক কারণে নয় এসআইদের অব্যহতির কারণে হলো শৃঙ্খলা ভঙ্গ।
আরও দেখুন
টাকা দিতে না পারায় স্যোশাল ইসলামী ব্যাংক ঘেরাও
গার্মেন্টস শিল্পে ক্ষতি হলো প্রায় ৪০০ মিলিয়ন ডলার
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা কী শৃঙ্খলা ভঙ্গ করেছে সে ব্যাপারে আমার জানা নেই। এ ব্যাপারে একাডেমীই ভালো বলতে পারবে। এ ঘটনায় কোন রাজনৈতিক সম্পৃক্ততা নেই।
উপদেষ্টা জানান, আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে দাবি-দাওয়া নিয়ে আন্দোলন বা কর্মসূচির বিষয়গুলো রাস্তা আটকিয়ে না করে সোহরাওয়ার্দী উদ্যানে করার পরামর্শ এসেছে।
পাশাপাশি দাবি-দাওয়াগুলো লিখিত আকারে সরকারের কাছে দেওয়া এবং সরকারের একটি সুনির্দিষ্ট কমিটি করে দেওয়া, যারা এগুলো রিসিভ করবে এবং ব্যবস্থা নেবে।