ঈদের দিনে দেশের প্রায় সব বিভাগেই দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়াও শনিবার রাতে তাপমাত্রা বাড়বে বলে জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।
শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ ও সিলেট বিভাগে অধিকাংশ জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি হতে পারে। একইসাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।
খুলনা বিভাগসহ গোপালগঞ্জ জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। শনিবার জলীয় বাষ্পের আধিক্য বজায় থাকবে। এতে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।